S
Reaction score
6

Profile posts Latest activity Postings About

  • পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক
    আমরা তখন প্রেমে পড়বো
    মনে থাকবে?
    বুকের মধ্যে মস্তো বড় ছাদ থাকবে
    শীতলপাটি বিছিয়ে দেব;
    সন্ধে হলে বসবো দু’জন।
    একটা দুটো খসবে তারা
    হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে,
    কান্ত কবির গান গাইবে
    তখন আমি চুপটি ক’রে দুচোখ ভ’রে থাকবো চেয়ে…
    মনে থাকবে?
    এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব
    এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন
    এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন
    মনে থাকবে?
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top