আর কিছু মিনিট পর তুমি ২৮ এ পা দেবে, পাপড়ি। পরপর দুদিন আমার দুজন অত্যন্ত প্রিয় মানুষের জন্মদিন। অক্টোবরের ৯ তারিখটা তোমার, আর ১০ তারিখ হলো আমৃত্যু শিরদাঁড়া সোজা রেখে চলা কবি, সাংবাদিক সমর সেন এর। সয়র সেনের ভাষায় বলছি "আমার রক্তে কেবলই তোমার সুর বাজে। "
খুউব ভালো থেকো পাপড়ি তোমার এবং পরিবারের সবার মঙ্গল কামনা করি, আন্তরিকতার সঙ্গেই।
খুউব ভালো থেকো পাপড়ি তোমার এবং পরিবারের সবার মঙ্গল কামনা করি, আন্তরিকতার সঙ্গেই।